লক্ষ্মীপুরে বাবা-ছেলেসহ নতুন করে আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪৮ জন। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্স ইউনিভার্সিটিতে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়।
Advertisement
মঙ্গলবার (৫ মে) সকালে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আব্দুল গফফার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে কমলনগরে একজন, রামগঞ্জের কাঞ্জনপুর এলাকায় বাবা-ছেলে দুইজন ও রায়পুরের সোনাপুরে ১৩ বছরের এক শিশুর শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।
জেলায় আক্রান্ত ৪৮ জনের মধ্যে রামগঞ্জের ১৮ জন, সদরের ১৭ জন, কমলনগরের ছয়জন, রামগতির ছয়জন এবং রায়পুরের একজন রয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। এর মধ্যে রামগঞ্জের একজন, রামগতির একজন ও কমলগরের তিনজন রয়েছেন।
Advertisement
আরএআর/জেআইএম