আন্তর্জাতিক

তরুণদের নগদ অর্থ সহায়তার ঘোষণা ফ্রান্স সরকারের

শাহ সুহেল আহমদ, ফ্রান্স (প্যারিস) থেকে

Advertisement

২৫ বছরের নিচের ৮ লাখ তরুণ-তরুণীদের নগদ অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার। সোমবার সিনেটে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড ফিলিপ। আগামী জুনের শুরুতে তাদের এ অর্থ সহায়তা দেয়া হবে।

করোনার কারণে যারা চাকরি হারিয়েছেন অথবা যারা বিভিন্ন কোর্স থেকে বিচ্ছিন্ন রয়েছেন এসব তরুণ-তরুণীরাই সরকারের এই প্রণোদনার তালিকায় থাকবে। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, ‌‘চলমান পরিস্থিতিতে তাদের অনেকেই সংকটে রয়েছেন। এজন্য জনপ্রতি ২০০ ইউরো করে (প্রায় ২০ হাজার টাকা) দেয়া হবে’।

করোনা মহামারির শুরু থেকেই ফ্রান্স সরকার তার নাগরিকসহ ফ্রান্সে নিয়মিত অভিবাসীদের বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে আসছে। গত ১৩ এপ্রিল দেশটির প্রেসিডেন্ট এ্যমানুয়েল মেক্রণের দেয়া ভাষণ মতে, ফ্রান্সে ৪০ লাখেরও বেশি পরিবারকে ব্যতিক্রমী সহায়তা দেয়া হচ্ছে। এছাড়া ব্যাক টু স্কুল ভাতা (এআরএস) দ্বারাও উপকৃত হচ্ছে ৬ বছরের কম বয়সী শিশুদের পরিবার।

Advertisement

এদিকে, ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা দিনেদিনে কমে আসছে। পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় ধীরে ধীরে ছোট ছোট দোকান-পাট খোলার অনুমতি দিচ্ছে সরকার। আগামী ১১ মে লকডাউন তুলে নেয়ার কথা রয়েছে। তবে এর মধ্যে ফ্রান্সে ২৪ হাজার ৮৯৫ জন মানুষ করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৮ হাজারেরও বেশি।

এমআরএম