সিলেট বিভাগে নতুন করে হবিগঞ্জের জেলা প্রশাসকসহ ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৫ জনের ও ঢাকায় করা পরীক্ষায় অপর একজনের করোনা পজিটিভ আসে।
Advertisement
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৩ জন, মৌলভীবাজারের ১ জন ও হবিগঞ্জ জেলার একজন রয়েছেন। একইদিনে ঢাকায় নমুনা পরীক্ষায় হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল আহসানের করোনা শনাক্ত হয়। সোমবার সুনামগঞ্জ জেলার কেউ আক্রান্ত হননি।
রাতে এ তথ্য নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, সোমবার ওসমানীর ল্যাবে ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫টি পজিটিভ আসে। ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় হবিগঞ্জ সদর উপজেলার এক নারীর করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে হবিগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭৬ জনে। এ জেলায় মারা গেছেন ১ জন।
সিলেট বিভাগে মোট ২৪৪ জন করোনা আক্রান্ত৷ হলেন। এর মধ্যে একজন চিকিৎসকসহ ৪ জন মারা গেছেন। এ বিভাগে গত ৫ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
Advertisement
ছামির মাহমুদ/এমআরএম