চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ৩০০ আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
Advertisement
সোমবার মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও চিনকী আস্তানা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সার্কেল অ্যাডজুটেন্ট আমির হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রশিক্ষক নুর হোসাইন পিন্টু প্রমুখ।
মিরসরাই উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আনসার-ভিডিপি সদস্যরা নির্বাচন, ধর্মীয় উৎসব, দুর্যোগকালীন সময় ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকে।
তিনি আরও বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে দেশব্যাপী এক লাখ ৫৫ হাজার পরিবারকে বাংলাদেশ আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। তারই অংশ হিসেবে মিরসরাই উপজেলায় অসহায়, দরিদ্র ৩০০ আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
Advertisement
এমএএস/পিআর