রাজধানীর চাঁনখারপুলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্মিত সেই সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে পেট্রল পাম্পের কর্মচারীরা। শুক্রবার রাতের আঁধারে পেট্রল পাম্পে প্রবেশমুখের দেয়ালটি ভেঙে ফেলা হয়।এদিকে, শনিবার ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমানের নির্দেশে ওয়ার্ড মাস্টার আবদুল গফুর দেয়াল ভাঙ্গার ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে পেট্রল পাম্পের দুই কর্মচারীকে গ্রেফতার করে। শাহবাগ থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চত করেছেন। হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. খাজা মো. আবদুল গফুর শনিবার সন্ধ্যায় বলেন, অবৈধভাবে নির্মিত পেট্রল পাম্প কর্তৃপক্ষ সুকৌশলে রাতের আঁধারে দেযাল ভেঙে অন্যায় করেছে।তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে পোড়া রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রনালয়াধীন এক দশমিক ৭৬ একর জমিতে একটি আন্তর্জাতিক মানের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে সম্প্রতি স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর পেট্রল পাম্পটির চারদিকে সীমানা প্রাচীর স্থাপন করে।পেট্রল পাম্প কর্তৃপক্ষ জানায়, রাতে বড় ট্রাক রাস্তা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারালে দেয়ালটি ভেঙে যায়।সরজমিন পরিদর্শনকালে দেখা গেছে, পেট্রল পাম্পটিতে বিভিন্ন ধরনের জ্বালানি (পেট্রল, অকটেন ও ডিজেল) বিক্রি চলছে। পাম্পের কর্মচারীরা জানান, তারা উচ্চ আদালতের নির্দেশনা পেয়ে বৈধভাবে ব্যবসা করছেন।জমিটি গণপূর্ত অধিদফতরের। তাদের কাছ থেকে লিজ নিয়ে মালিক বহু বছর ধরে ব্যবসা করছেন বলে দাবি করেন তারা।এ ব্যাপারে ঢামেক সহকারি পরিচালক খাজা মো. আবদুল গফুর বলেন, তারা(পেট্রলপাম্প কর্তৃপক্ষ) পুলিশের কাছে আদালতের রায়ের কোনো কপি দেখাতে পারেনি। এমইউ/এএইচ/আরআইপি
Advertisement