এবার দৃষ্টিপ্রতিবন্ধী ও শারীরিক সীমাবদ্ধ সম্পন্নদের খাদ্যসামগ্রী এবং নগদ অর্থসহায়তা দিল র্যাব-১১। সোমবার (৪ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র্যাব-১১’র সদর দপ্তরের বাইরে ১২০ জনকে সহায়তা করে র্যাব। এদের মধ্যে যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের শিশুখাদ্যও সহায়তা দেয়া হয়।
Advertisement
র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার আলেপ উদ্দিন জানান, র্যাবের ব্যক্তিগত উদ্যোগে সমাজের কর্মহীন, দরিদ্র ও নিম্ন শ্রেণির ব্যক্তিদের এ সহায়তা দেয়া হয়েছে- যারা লকডাউনে একেবারেই খারাপ অবস্থায় রয়েছে।
করোনা পরিস্থিতির শুরু থেকেই র্যাব সামাজিক দূরত্ব নিশ্চিতেও নানা কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মোট ১২০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ও শারীরিক সীমাবদ্ধসম্পন্ন ব্যক্তির মাঝে আজ খাবার সহায়তা প্রদান করা হয়েছে।
পাশাপাশি তাদের ৫শ করে নগদ অর্থসহায়তা দেয়া হয়েছে। এ ছাড়াও যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য শিশুখাদ্যের ব্যবস্থাও করা হয়েছে। সমাজের অবহেলিত মানুষের জন্য র্যাবের এসব কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Advertisement
হোসেন চিশতী সিপলু/এমএএস/এমএস