দেশজুড়ে

গফরগাঁওয়ে আ.লীগ নেতার গাড়ি বহরে হামলা ও অগ্নিসংযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুলের গাড়ি বহরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এঘটনায় বুলবুলসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ধের ধরেই এ ঘটনা ঘটেছে। এসময় বুলবুলের ব্যবহৃত প্রাইভেটকারে অগ্নিসংযোগ ও কর্মীদের ব্যবহৃত বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এ ঘটনায় পুলিশ সুপার মঈনুল হক জানান, আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুলসহ কয়েকজন আহত হয়েছেন। এটি রাজনৈতিক প্রতিহিংসা। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল অভিযোগ করেন, তার গ্রামের বাড়ি রসুলপুর এলাকায় বাবার নামে প্রতিষ্ঠিত এতিমখানায় সভা শেষ করে ফেরার সময় এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের লোকজন তার গাড়ি বহরে অতর্কিতভাবে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তিনিসহ আরো ১০/১৫ জন কর্মী আহত হয়েছেন। পরে হামলাকারীরা তার ব্যবহৃত প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। এ ব্যাপারে স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল মোবাইল ফোনে জানান, ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল গাড়ি বহর নিয়ে রসুলপুর যাচ্ছিলেন। এসময় তার উত্তেজিত সমর্থকরা আমার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়। এতে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। অনাকাঙ্খিত এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। তিনি আরো বলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।আতাউল করিম খোকন/এমএএস/আরআইপি

Advertisement