দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলীয় অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
Advertisement
মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
কার্যালয় সূত্র জানা গেছে, রোববার (৩ মে) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বব্যাপী করোনা মহামারির বিস্তারের এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ গঠন করেছে। চলমান পরিস্থিতিতে সেসব পর্যবেক্ষণ তুলে ধরা হবে।
Advertisement
কেএইচ/এফআর/এমকেএইচ