করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় অসহায় কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
Advertisement
সোমবার (০৪ মে) সকালে কাদাপানিতে নেমে উপজেলার সুন্দরপুর গ্রামে অসহায় কৃষক তোফাজ্জল হোসেনের ধান কেটে বাড়ি পৌঁছে দেন উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় প্রায় ২০ জন ছাত্রদলের নেতাকর্মী ধান কাটা ও মাড়াইয়ের কাজে অংশ নেন।
কালীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মারুফ বিল্লাহ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের তত্ত্বাবধানে চাষিদের ধান কেটে, মাড়াই করে বাড়ি পৌঁছে দেয়া কার্যক্রম হাতে নিয়েছে কালীগঞ্জ উপজেলা পৌর ও কলেজ ছাত্রদল। পর্যায়ক্রমে উপজেলার কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হবে।
ছাত্রদল নেতাদের ধান কাটার দৃশ্য দেখে ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু তাদের সঙ্গে ধানা কাটায় অংশ নেন।
Advertisement
এতে খুশি হয়ে কৃষক তোফাজ্জল হোসেন বলেন, আমি গরিব মানুষ। কোথাও ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। এমন সময় ছাত্রদলের নেতাকর্মীরা আমার ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
কৃষকের ধান কাটায় অংশ নেন সাবেক ছাত্রনেতা সোহেল রানা, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মারুফ বিল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মৌসুম উদ্দিন শোভন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, ছাত্রনেতা আব্দুর রহিম কাকন, শাহাদাৎ হোসেন রিওন, চঞ্চল হোসেন, ইমরান হোসেন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, পৌর ছাত্রদলের নেতা তরিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন, কলেজ ছাত্রদলের নেতা হারুন অর রশিদ রাজা, আলামিন হোসেন, ইউনিয়ন ছাত্রদলের হাসানুজ্জামান, রনি হোসেন, জুয়েল রানা ও আকরাম হোসেন প্রমুখ।
আব্দুল্লাহ আল মাসুদ/এএম/পিআর
Advertisement