পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যও রয়েছেন।উপজাতি অধ্যুষিত ওরাকজাইয়ের শিরিন দেরা এলাকায় শনিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডন নিউজকে জানিয়েছে।কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে তিনজন নিরাপত্তাকর্মীসহ বেশ কয়েকজন বিদ্রোহী আহত হয়েছেন বলে ওই সূত্র জানিয়েছে। তবে দেশটির কেন্দ্র শাসিত উপজাতি অধ্যুষিত (ফাতা) অঞ্চলে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় হতাহতের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি।দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের উত্তর ওয়াজিরিস্তান ও খাইবারে স্থানীয় ও বিদেশী বিদ্রোহীদের দমনে সেনাবাহিনীর অভিযানের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।
Advertisement