দেশজুড়ে

কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, বর্তমান সরকারের সময়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা এখন লেখাপড়াসহ কর্মক্ষেত্রে অন্যান্যদের সঙ্গে সমানভাবে এগিয়ে যাচ্ছে।শনিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সুন্দর জাতি গড়ার লক্ষ্যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মাদ্রাসা ব্যবস্থাকে শিক্ষা ক্ষেত্রে সমান মর্যাদা দেন। মাদ্রাসা শিক্ষার্থীরা যাতে দেশ গঠনে আত্মনিয়োগ করতে পারে এজন্য আরো উদার হয়ে জীবনমুখি শিক্ষা প্রদানে শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী প্রমুখ। আরাফাত হোসেন/এআরএ/আরআইপি

Advertisement