দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৪৩ জন। এ ভাইরাসে প্রাণ গেছে ১৮২ জনের। করোনায় আক্রান্তের ৬৮ ভাগ পুরুষ এবং ৩২ ভাগ নারী। এর মধ্যে মৃতের ৭৩ ভাগ পুরুষ এবং ২৭ ভাগ নারী। বয়সের হিসাবে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন ৬০ বছরের বেশি বয়সীরা এবং সবচেয়ে কম মৃত্যুবরণ করেছে ১১ থেকে ২০ বছর বয়সীরা। এ ভাইরাস থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এক হাজার ২১০ জন।
Advertisement
সোমবার (৪ এপ্রিল) দুপুরে করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘গত ৩ মে পর্যন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, করোনা শনাক্তদের মধ্যে ৬৮ ভাগ পুরুষ এবং ৩২ ভাগ নারী। যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে ৭৩ ভাগ পুরুষ এবং ২৭ ভাগ নারী। মৃতের, ৬০ বছরের বেশি বয়সী ৪২ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৭ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৯ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৭ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ শতাংশ এবং ১০ বছরের নিচে ২ শতাংশ।’
নাসিমা সুলতানা বলেন, ‘গতকাল আমরা বলেছিলাম ১১ থেকে ২০ বছর বয়সী একজন মৃত্যুবরণ করেছেন। কিন্তু এটাকে আমরা শতাংশের তালিকায় নেইনি। যেহেতু এক শতাংশেরও কম প্রায় দশমিক ৫ শতাংশ ব্যক্তি মারা গেছে, তাই ১১ থেকে ২০ বয়সীদের শতাংশের হিসাব এর মধ্যে আসেনি।’
Advertisement
বিভাগ ভিত্তিক সর্বোচ্চ আক্রান্ত শহরের হিসাব তুলে ধরে তিনি বলেন, ‘ঢাকা মহানগরে ও ঢাকা বিভাগেই সর্বাধিক পরিমাণ শনাক্ত হয়েছে। তারপরে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে বেশি আক্রান্ত হয়েছেন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা মহানগরের পরেই নারায়ণগঞ্জ, চট্টগ্রাম বিভাগের কুমিল্লায়, সিলেটে বিভাগের হবিগঞ্জে, রংপুর বিভাগের রংপুর জেলায়, খুলনা বিভাগের যশোরে, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায়, বরিশাল বিভাগের বরিশাল জেলায় এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় সর্বাধিক সংখ্যক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।’
পিডি/এফআর/এমএস