আন্তর্জাতিক

ট্রাম্প এবার বললেন, যুক্তরাষ্ট্রে করোনায় মারা যাবেন ১ লাখের বেশি

করোনাভাইরাস মহামারি যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি মানুষের প্রাণ কাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এই আশঙ্কা প্রকাশ করে বলেন, এখন তিনি বিশ্বাস করেন করোনা দেশে এক লাখের বেশি মানুষ মারা যেতে পারেন।

Advertisement

এর আগে দেশটিতে করোনায় মৃত্যু ৬০ হাজারের আশপাশে থাকতে পারে বলে মন্তব্য করেছিলেন। রোববার সেই সংখ্যা পেরিয়ে যাওয়ায় নতুন শঙ্কার কথা জানান মার্কিন এই প্রেসিডেন্ট। তবে আশার কথা শুনিয়েছেন ট্রাম্প; বলেছেন, চলতি বছরের শেষে করোনার একটি ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে তিনি খুবই আত্মবিশ্বাসী

করোনা মহামারি ছড়াতে চীনের দায় এবং মার্কিন অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার নিয়ে ফক্স নিউজের বিশেষ একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানির সংখ্যা রোববার ৬৮ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছেন প্রায় ১২ লাখ।

করোনার বিস্তার ঠেকাতে দেশটিতে জারিকৃত লকডাউন ধীরে ধীরে তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে ৩২টি রাজ্যে লকডাউনে শিথিলতা আনা হয়েছে; খুলতে শুরু করেছে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও শিল্প কারখানা।

Advertisement

এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে করোনায় ৬০ থেকে ৭০ হাজার মানুষ মারা যেতে পারেন বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। কিন্তু ফক্স নিউজের ওই অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, আমি ৭৫, ৮০ হাজার থেকে এক লাখ মানুষকে হারাতে যাচ্ছি।

তিনি বলেছেন, আমরা চলতি বছরের শেষে কোভিড-১৯ ভ্যাকসিন পেতে পারি। ট্রাম্প বলেন, আমি মনে করি, এ বছরের শেষের দিকেই আমরা একটি ভ্যাকসিন পাবো। চিকিৎসকরা বলবেন, আমার এটা বলা ঠিক হচ্ছে না। কিন্তু তারপরও আমি যা মনে করি, তা বলবো। আমি মনে করি, শিগগিরই আমরা একটি ভ্যাকসিন পাবো।

অন্যদিকে, দেশটির শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফউসি এনবিসি নিউজকে বলেছেন, একটি কার্যকরী ভ্যাকসিন পেতে কমপক্ষে ১২ থেকে ১৮ মাস সময় লাগতে পারে।

গত ২২ এপ্রিল ব্রিটেনের প্রধান মেডিক্যাল কর্মকর্তা ক্রিস হুইটি বলেন, আগামী বছর করোনার কার্যকরী ভ্যাকসিন অথবা অন্য কোনো চিকিৎসা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এসআইএস/পিআর

Advertisement