দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধার পরিবারের ১০ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরও ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে জেলার নবীনগর উপজেলার এক মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের ১০ সদস্য রয়েছেন। এছাড়া একই উপজেলার একজন স্বাস্থ্য সহকারীও করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো মোট ৫৭ জন। এদের মধ্যে কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

Advertisement

সোমবার (৪ মে) দুপুরে নবনীগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোশরাত ফারখান্দা বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত পরিবরাটি নবীনগর উপজেলার জাফরপুর গ্রামে বসবাস করেন। ওই পরিবারের দুইজন সদস্য আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মাধ্যমেই পরিবারের বাকি সদস্যরা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া একজন স্বাস্থ্য সহকারীও আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলায় এক হাজার ৬৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৭৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্ত ৫৭ জনের মধ্যে দুইজন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়ে আইসোলেশন সেন্টার ছেড়েছেন ২৩ জন।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমকেএইচ

Advertisement