অর্থনীতি

করোনায় এপ্রিলে পোশাক রফতানি কমেছে ৮৫ শতাংশ

মহামারি করোনাভাইরাসের কারণে সারাবিশ্বই অচল। সবকিছু থেমে যাওয়ার এই সময়ে বিশ্ব অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়েছে। বাংলাদেশেও তৈরি পোশাক শিল্পের ওপর প্রভাব পড়েছে। ইতোমধ্যে ক্রেতারা অনেক ক্রয়াদেশ বাতিল করে দিয়েছেন।

Advertisement

ফলে শুধু গত এপ্রিল মাসে বাংলাদেশের পোশাক রফতানি হয় মাত্র ৩৬ কোটি ৬৫ লাখ ডলারের, যা আগের বছরের এই মাসের তুলনায় ৮৪ দশমিক ৮৬ শতাংশ কম। গত বছরের এপ্রিলে ২৪২ কোটি ১২ লাখ ১০ হাজার ডলারের রফতানি হয়েছি। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় ২০৫ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলারের রফতানি কমেছে।

রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বরাতে এই তথ্য জানায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএ বলেছে, গত ২৯ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত ১ হাজার ১৫০ কারখানার মোট ৩১৮ কোটি ডলারের ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হয়। এসব ক্রয়াদেশের আওতায় ছিল ৯৮ কোটি ২০ লাখ পিস পোশাক। অন্যদিকে এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা ২২ লাখ ৮০ হাজার।

Advertisement

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকেই পোশাক রফতানিতে ধস নামতে থাকে। তার পরও ওই মাসে ২২৫ কোটি ডলারের পোশাক রফতানি হয়। তবে সেটি গত বছরের মার্চের চেয়ে ২০ শতাংশ কম ছিল।

পোশাক খাতের জন্য চলতি অর্থবছরের প্রথম ৯ মাসের মধ্যে এটিই ছিল ভয়াবহ। তবে শেষ পর্যন্ত মার্চকেও ছাড়িয়ে গেল এপ্রিল। এক মাসের ব্যবধানেই ১৮৯ কোটি ডলারের পোশাক রফতানি কমলো।

জেডএ/জেআইএম

Advertisement