শিক্ষা

আজ টিভিতে প্রাথমিকের যেসব ক্লাস

সংসদ বাংলাদেশ টেলিভিশনে আজ (সোমবার) তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তিনটি ক্লাস সম্প্রচার করা হবে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রমে সকাল ৯টা ৪০ মিনিট থেকে দুপুর ১০টা ৪০ মিনিট পর্যন্ত এসব ক্লাস হবে। প্রতিটি ক্লাস ২০ মিনিট সময় ধরে চলবে।

Advertisement

আজ প্রাথমিকের যেসব ক্লাস

সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা পর্যন্ত তৃতীয় শ্রেণির বিজ্ঞান (পুনঃপ্রচার), ১০টা থেকে ১০টা ২০ মিনিটি পর্যন্ত চতুর্থ শ্রেণির গণিত ক্লাস, ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত পঞ্চম শ্রেণির ইংরেজি ক্লাস প্রচার করা হবে।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে নতুন রুটিন প্রকাশ করা হলেও পরে আবার ক্লাস রুটিন পরিবর্তন করা হয়। এ রুটিনে ২৬ থেকে ৪ মে পর্যন্ত যেব ক্লাস সম্প্রচারিত হবে তা উল্লেখ করা হয়। সেখানে প্রতিদিন পাঁচটির বদলে তিনটি করে ক্লাস রাখা হয়েছে।

Advertisement

টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের ওপর শিক্ষার্থীদের বাড়ির কাজ দেবেন। প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা খাতায় বাড়ির কাজ করবে শিক্ষার্থীরা। স্কুল খুললে তারা শিক্ষকদের কাছে এই জমা দেবে।

এমএইচএম/জেডএ/জেআইএম