জাতীয়

প্রধানমন্ত্রীর ভি‌ডিও কনফা‌রেন্স আজ

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আজ সোমবার ভি‌ডিও কনফা‌রেন্সে রংপুর বিভাগের জেলাসমূহের সঙ্গে যুক্ত হ‌য়ে করোনাভাইরাস পরিস্থতি নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা ১১টায় গণভবন থে‌কে এই ভি‌ডিও কনফা‌রেন্স শুরু হ‌বে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূ‌ত্রে এ তথ‌্য জানা গে‌ছে। প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের স‌চিব ড. আহমদ কায়কাউস ভি‌ডিও কনফা‌রেন্সটি সঞ্চালনা কর‌বেন।

Advertisement

জানা গে‌ছে, ক‌রোনাভাইরাস, ত্রাণ বিতরণ ও বো‌রো ধা‌নের অবস্থাসহ বি‌ভিন্ন বিষয়ে জেলা প্রশাসক, মে‌ডি‌কেল সার্জন, পু‌লিশ কর্মকর্তা, সেনা সদস‌্য, রাজ‌নৈ‌তিক নেতৃবৃন্দ, মস‌জি‌দের ইমাম, নার্স, শিক্ষকসহ নানা শ্রেণী-পেশার মানু‌ষের স‌ঙ্গে কথা বল‌বেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

উ‌ল্লেখ‌্য, দেশে করোনাভাইরাস মহামারি শনাক্তের পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বিভিন্ন বিভাগের জেলাসমূহের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ (৪ মে) রংপুর বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন। এর আগে সর্বশেষ গত ২৭ এ‌প্রিল প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা রাজশাহী বিভা‌গের জেলাসমূ‌হের স‌ঙ্গে ভি‌ডিও কনফারেন্সে মত‌বি‌নিময় ক‌রেন এবং করোনাভাইরাস মোকাবিলায় সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এফএইচএস/এমএফ/জেআইএম

Advertisement