“ফিরে চাই ফিরে যাই আত্মার আমন্ত্রণে” স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮তম ব্যাচের (২০০৮-০৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা অমর একুশে পাদদেশ র্যাগ র্যালি ও রং উৎসব পালন করেছে। শনিবার বিকেল ৩টায় অমর একুশে পাদদেশ থেকে র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে ক্যাফেটেরিয়ার সামনে এসে শেষ হয়। এসময় ৩৮তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। র্যালির শুরু থেকেই রঙ উৎসবে মেতে ওঠে ব্যাচের শিক্ষার্থীরা।শনিবার রাতে কেন্দ্রীয় খেলার মাঠে থাকছে র্যাগ আড্ডা ও গেম শো, রাত ৮ টায় ক্যাফেটেরিয়াতে থাকছে র্যাগ ডিনার ও রাত ১০টায় ডিজে পার্টি অনুষ্ঠিত হবে। পুরো উৎসবটি জুড়ে সঙ্গে রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।হাফিজুর রহমান/এসকেডি/পিআর
Advertisement