রাজধানীর ২৫০ জন হিজড়ার মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে ‘জীবন জীবনের জন্য’ নামের একটি ফেসবুক গ্রুপ। গ্রুপের একজন সদস্য জাকারিয়া মৃধা সজীব জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
Advertisement
তিনি বলেন, রোববার রাজধানীর মিরপুর, বাউনিয়া, উত্তরা, মগবাজার, কুনিপাড়া, হাতিরঝিল ও সদরঘাট এলাকায় ২৫০ জন হিজড়ার মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
জাকারিয়া মৃধা বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে দেশে খাদ্য সংকট বেড়েছে। আমরা কয়েকজন বন্ধু মিলে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এই উদ্যোগ নিই। আশার কথা এই যে, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেবার এই উদ্যোগ বাস্তবায়নে সমাজের বিত্তবান মানুষ, গণমাধ্যমকর্মীসহ সরকারি কর্মকর্তারাও এগিয়ে এসেছেন। তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা সুবিধাবঞ্চিত মানুষের মুখে খাবার তুলে দিতে পারছি।
তিনি বলেন, করোনা সংকট উত্তরণে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলেও জানান ‘জীবন জীবনের জন্য’ ফেসবুক গ্রুপের প্রধান সমন্বয়ক বিপ্রজিৎ চন্দ।
Advertisement
কেএইচ/এমএসএইচ