উৎসাহ উদ্দীপনায় শেষ হলো ‘প্রাণ ফ্রুটো ১ম বিজনেস ফেস্ট বাংলাদেশ ২০১৫’। শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মতিঝিলস্থ নটরডেম কলেজে অডিটরিয়ামে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটি শেষ হয়।সকাল থেকে শুরু হওয়া এই উৎসবে শিক্ষার্থীরা নানা ইভেন্টে অংশ নেন। নটরডেম বিজনেস ক্লাব আয়োজিত দুই দিনব্যাপি উৎসবের আজ ছিল শেষ দিন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।এর আগে শুক্রবার সকালে ‘প্রাণ ফ্রুটো ১ম বিজনেস ফেস্ট বাংলাদেশ ২০১৫’ এর উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস সভাপতি শামীম আহসান।আয়োজকরা জানান, উৎসবের দ্বিতীয় দিনে সকালে আইকন ওয়ার্কশপ, বিজনেস জেনারেল নলেজ অলিম্পিয়াড, রিউবিক কিউব চূড়ান্ত পর্ব, ফান ডিবেট ও বিজনেস সলিউশনসহ নানা আয়োজন আজ অনুষ্ঠিত হয়েছে।তারা জানিয়েছেন এই উৎসবে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আয়োজনে স্বতস্ফুর্ত অংশ নিয়েছেন। বাণিজ্য বিভাগের খুটিনাটি বিষয় জানতেই তারা অংশ নিয়েছেন এই উৎসবে।প্রাণ ফ্রুটোর উদ্যোগে আয়োজিত এই উৎসবটি শিক্ষার্থীদের পরবর্তী জীবনে সফলতার দুয়ারে পৌঁছাতে সহযোগিতা করবে বলেও অংশগ্রহণকারীরা জানান।এদিকে, দেশের পুরাতন ও সেরা এই প্রতিষ্ঠানটিতে বাংলাদেশে এই প্রথম এরকম উৎসবের আয়োজন করা হলো। প্রাণ ফ্রুটোর উদ্যোগে এই উৎসবটি সাফল্যমণ্ডিত হয়েছে বলেও জানান আয়োজকরা।এছাড়া সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।এমএম/এসকেডি/আরআইপি
Advertisement