চট্টগ্রামে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত প্রথম পুলিশ সদস্য কনস্টেবল অরুণ চাকমা সুস্থ হয়েছেন।
Advertisement
রোববার (৩ মে) দুপুরে সিএমপির ট্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত কনস্টেবল অরুণ চাকমাকে ছাড়পত্র দিয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জামাল মোস্তফা জানান, পুলিশ সদস্য অরুণ চাকমার পরপর দু’বারের পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ রিপোর্ট আসার পর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
চট্টগ্রামে গত ১২ এপ্রিল প্রথমবারের মতো একজন ট্রাফিক কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। নমুনা পরীক্ষায় অরুণ চাকমার করোনা পজিটিভ আসে ১৯ এপ্রিল। এরপর থেকে তিনি নগরের আন্দরকিল্লায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
Advertisement
কনস্টেবল অরুণ সিএমপির ট্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত আছেন। তিনি দামপাড়া পুলিশ লাইন্সের ট্রাফিক ব্যারাকে বসবাস করছিলেন। এ পর্যন্ত দামপাড়া পুলিশ লাইন্সের ট্রাফিক ব্যারাকের ৯ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, এ কারণে ওই ব্যারেক লকডাউন করা হয়। এছাড়া নগরীর লালখানবাজার এলাকার বাসিন্দা সিএমপির এক নায়েক এবং র্যাবের চট্টগ্রাম জোনে কর্মরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে চট্টগ্রামের মোট ১২ পুলিশ সদস্য এই ভাইরাসে আক্রান্ত হলেন।
এনএফ/এমএস