ছয়দিন আগের ঘটনা। হাওড়ায় একদল জনতার হামলার শিকার হয় কলকাতা পুলিশ। টিকাপাড়া লেনে গণজমায়েত ঠেকাতে গিয়ে পুলিশ জনতার হাতে এমনভাবে লাঞ্চিত হয়। আহত হন দুজন পুলিশ সদস্য। পুলিশের ওপর হামলার অভিযোগে ১৩ জনকে গ্রেফতারও করা হয়।
Advertisement
এনডিটিভির অনলাইন প্রতিবেদনে সূত্রের বরাতে জানানো হয়েছে, গত ২৮ এপ্রিলের ওই হামলায় পুলিশের দুই সদস্য আহত হওয়ার ঘটনায় রোববার টিকাপাড়া লেনে হাজারো মানুষ একই স্থানে সমবেত হয়েছেন, যার নেতৃত্ব দিচ্ছে কলকাতা পুলিশ। এর নাম দেওয়া হয়েছে ‘শান্তি পদযাত্রা’।
পুলিশের আয়োজনে ওই শান্তি পদযাত্রায় অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ। রাস্তার পাশের বিল্ডিংগুলো থেকে অনেকে তাতে যোগ দেয়। আবার অনেকে ভবনের ছাদে সমবেত হয়ে দেখেন ওই শান্তির পদযাত্রা। লকডাউন নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের এমন আয়োজনে সমালোচনা শুরু হয়েছে।
বিপুল সংখ্যক মানুষের সমাগমে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। কেননা গত ২৮ এপ্রিলেও এত মানুষের সমাগম সেখানে ঘটেনি। এমন অবস্থায় পুলিশের সমালোচনা করে অনেকে বলছেন, যেভাবে মানুষ সমবেত হয়েছে তাতে করে করোনার বিস্তার রোধে দৈহিক দূরত্ব বজায় রাখাও ছিল অসম্ভব।
Advertisement
লকডাউন কার্যকরে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার অভিযোগ বেশ কিছুদিন ধরেই চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মমতা ব্যানার্জির সরকারকে বেশ কয়েকবার সতর্ক করে বলেছে, গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে লকডাউন কার্যকরের পরিবর্তে বিপরীত দৃশ্য দেখা যাচ্ছে।
গত ২৮ এপ্রিল হাওড়ার একটি বাজারে আচমকা জনসমাগম বাড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে যায়। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। টিকাপাড়া ফাঁড়িতে আশ্রয় নিলেও পুলিশের দুটি গাড়ি ভাঙচুর হয়। প্রসঙ্গত, করোনার সংক্রমণে হাওড়া জেলা হটস্পট হিসেবে চিহ্নিত।
এসএ
Advertisement