সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ মে আরও ৬১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন৷ এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৪০৮ জন।
Advertisement
তবে সিঙ্গাপুরে নতুন করে আরও ৬৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৮২০৫ জন৷
রোববার করোনায় আক্রান্ত হয়ে ৮৬ বছর বয়স্ক একজন সিঙ্গাপুরীয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে৷ সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগ বয়স ৬০ থেকে ৯০ বছরের মধ্যে।
সিঙ্গাপুরে অভিবাসীদের থাকার জায়গা ডরমেটরিগুলো এখন সবচেয়ে বড় ক্লাস্টারে পরিণত হয়েছে। S11 পংগল ডরমেটরি থেকে এই পর্যন্ত ২৫০৫ জন, তুয়াস ভিউ ডরমেটরি থেকে ১০২৪ জন ও সানগেই তেনগা ডরমেটরি থেকে ৯৮৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। ডরমেটরিগুলো থেকে এই পর্যন্ত মোট ১৩২৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
Advertisement
আজকে আরও নতুন ৬টি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে। আজ করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে কোনো বিদেশফেরত নেই৷ ১০ জন সিঙ্গাপুরিয়ান নাগরিক, ৬২৬ জন ওয়ার্ক পাশ হোল্ডার ডরমেটরিতে অবস্থান করত এবং ১৮ জন ওয়ার্ক পাশ হোল্ডার ডরমেটরির বাইরে বাস করত৷ তবে করোনাভাইরাসে যারা পজিটিভ হয়েছেন তাদের বেশিরভাগ শারীরিক অবস্থা ভালো৷
১৬৩০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে ২২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ১৫১৪৯ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷
এমআরএম/এমকেএইচ
Advertisement