বিশ্বকে তাক লাগিয়ে দেয়া যায় এরকম একটি আইডিয়া খুঁজে বের করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইএটিএল এর এমডি ও চেয়ারম্যান এম এ মুবিন খান।শনিবার বিকেলে নটরডেম কলেজে আয়োজিত ‘প্রাণ ফ্রুটো ১ম বিজনেস ফেস্ট বাংলাদেশ ২০১৫’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।২০৩০ সালের বাংলাদেশের অর্থনীতি ইউরোপের অনেক দেশকে ছাড়িয়ে যাবে উল্লেখ করে মুবিন বলেন, আজ হোক কাল হোক বাংলাদেশ অনেক বড় শক্তি হিসেবে পৃথিবীতে আর্বিভূত হবে। তরুণরাই শক্তি। বাংলার তরুণরা একসময় বিশ্ব দখল করবে।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কিছু করো যাতে দেশ ও জাতি তোমাদেরকে নিয়ে গর্ববোধ করে। সেক্ষেত্রে ব্যতিক্রমধর্মী কিছু আইডিয়া বের করার আহ্বান জানান তিনি।ছাত্র জীবন থেকে ভাল আইডিয়া খুঁজে বের করার আহ্বান জানিয়ে মুবিন খান বলেন, বাংলাদেশের মানুষের সমস্যাগুলোর কথা বিবেচনা করে বিশ্বকে তাক লাগানোর মতো আইডিয়া বের করতে হবে।সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেড অব গাইডেন্স ফাদার এনথনি সুশান্ত গোমেজ সিএসসি। এতে সভাপতিত্ব করেন নটরডেম কলেজ ক্লাব মডারেটর শীতল চন্দ্র দে।প্রাণ ফ্রুটোর উদ্যোগে আয়োজিত এই উৎসবটি শুক্রবার সকালে শুরু হয়। দুইদিন ব্যাপি অনুষ্ঠিত এই উৎসবে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের সাড়ে ৭শত শিক্ষার্থী অংশ নেন। পরো উৎসব জুড়ে সঙ্গে ছিল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।এমএম/এসকেডি/পিআর
Advertisement