দেশের সব মানুষ ঐকমত্যে না হলে করোনাভাইরাসের এই মহামারি থেকে আমরা বাঁচতে পারব না— মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
Advertisement
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে এক মুক্ত আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।
নাগরিক ঐক্যের উদ্যোগে ‘কোভিড-১৯ : বৈশ্বিক মহামারি এবং বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনায় শওকত মাহামুদ বলেন, জাতীয় ঐক্য ছাড়া, দেশের সব মানুষ ঐকমত্য না হলে এই মহামারি থেকে আমরা বাঁচতে পারব না। সরকার একা একা সব কিছু করছে এবং সর্বক্ষেত্রে চরম ব্যর্থতা পরিচয় দিচ্ছে। তাদের মধ্যে সমন্বয় নেই। ফলে স্বাস্থ্য খাত আজ ধসে পড়েছে।
তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারকে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। তা না হলে আমাদের সামনে চরম মহাবিপদের অশনিসংকেত দিচ্ছে। সরকারকে বলব, আর সময় নষ্ট না করে, সংকীর্ণতা ছেড়ে সব দলকে নিয়ে বসুন।
Advertisement
মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির এজেডএম জাহিদ হোসেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মুনির হোসেন কাশেমী, খেলাফত মজলিশের মাওলানা মাহবুবুল হক, এবি পার্টির অবসরপ্রাপ্ত মেজর আব্দুল ওহাব মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া স্কাইপের মাধ্যমে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
কেএইচ/এমএআর/এমকেএইচ
Advertisement