জাতীয়

সরকারি ত্রাণ পেয়েছে ৪ কোটি মানুষ

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারাদেশে চার কোটিরও বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। রোববার (৩ মে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়, ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল (শনিবার) পর্যন্ত চার কোটি সাত লাখ ৪০ হাজার জনকে চাল দিয়েছে সরকার। মোট ৯৮ লাখ ১৮ হাজার পরিবারের অন্তর্ভুক্ত এই জনসংখ্যাকে চাল দেয়া হয়েছে ৯৬ হাজার টন। গতকাল পর্যন্ত চাল বরাদ্দ হয়েছে এক লাখ ২৪ হাজার মেট্রিক টন।

এছাড়া ৫৩ লাখ ৬৮ হাজার পরিবারের দুই কোটি ৫৩ লাখ ২০ হাজার ব্যক্তির হাতে তুলে দেয়া হয়েছে নগদ ৪৩ কোটি ১৭ লাখ ৯৪ হাজার টাকা। এ খাতে এ পর্যন্ত বরাদ্দ হয়েছে ৬৮ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১২ কোটি ৪৫ লাখ টাকার মধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে আট কোটি ৯২ লাখ ৬৩ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার দুই লাখ ৭৫ হাজার এবং লোকসংখ্যা পাঁচ লাখ ৫৮ হাজার।

Advertisement

আরএমএম/এমএফ/এমকেএইচ