দেশের শীর্ষ দুই ক্রীড়া ফেডারেশন বাফুফে ও বিসিবির পাশাপাশি অনেক ছোট ফেডারেশনও করোনাকালে অসহায় খেলোয়াড় ও মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ অ্যাথলেটিকস ও বাংলাদেশ দাবা ফেডারেশন তহবিল গঠন করেছে তাদের অসচ্ছ্বল খেলোয়াড়দের সহায়তার জন্য। এবারা একই পথে হাঁটলো বাংলাদেশ উশু ফেডারেশনও।
Advertisement
শনিবার এই ফেডারেশনের পক্ষ থেকে ঢাকার বাইরের ১০০ খেলোয়াড়কে অর্থ এবং ঢাকায় বসবাস করা ১০০ খেলোয়াড়কে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন জানিয়েছেন, তাদের ফেডারেশনের সভাপতি ড, আবদুস সোবহান গোলাপ এমপির নির্দেশনায় এ সহায়তা করা হচ্ছে।
আগামীতে আরো খেলোয়াড়কে একইভাবে সহায়তা করার ইচ্ছে আছে বলেও জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক, ‘আমরা আমাদের সাধ্যমতো অসহায় উশু খেলোয়াড়দের সহায়তা করার চেষ্টা করবো’-জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।
আরআই/আইএইচএস/
Advertisement