ঢাকা থেকে সুন্দরবনমুখী গণতান্ত্রিক বামমোর্চার রোড মার্চে মাগুরায় পুলিশের লাঠিচার্জে ঘটনা ঘটেছে। এ সময় বামমোর্চার সন্বয়ক সাইফুলহকসহ পাঁচজন আহত হয়েছেন। আহত সাইফুল হককে মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।সকাল সাড়ে ১১টায় বামমোর্চার নেতাকর্মীরা গোয়ালন্দ থেকে মাগুরা শহরের ঢাকারোড়ে এসে পৌঁছায়। বামমোর্চার আহ্বায়ক সাইফুল হক, জুনায়েদ সাকি, মোশরেফা মিশু, মোশারোফ হোসেন নান্নু, সুতাংশু চক্রবর্তীর নেতৃত্বে সেখান থেকে মিছিল নিয়ে তারা শহরের ভায়না মোড় অভিমুখে রওনা হয়। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিল এগিয়ে গেলে প্রথমে পুলিশের সঙ্গে তাদের ধস্তা-ধস্তি হয়। একপর্যায়ে পুলিশ মিছিলকারীদের উপর লাঠিচার্জ করে। এ সময় বামমোর্চার সন্বয়ক সাইফুলহকসহ পাঁচজন আহত হন। পুলিশের বাধা ও লাঠিপেটা উপেক্ষা করে বামমোর্চার নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা রোড থেকে ভায়না মোড় পৌঁছায়।মাগুরা সদর হাসপাতালে জরুলি বিভাগে প্রাথমিক চিকিৎসারত অবস্থায় সাইফুল হক অভিযোগ করেন, দেশের সম্পদ সুন্দরবন রক্ষায় তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠি পেটা করেছে। তাকে পুলিশ রাইফেলের বাট দিয়ে পিটিয়েছে এবং তার আরো চার কর্মী পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন বলে সাইফুল হক দাবি করেন। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়ে জুনায়েদ সাকি বলেন, সরকার তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ দিয়ে লাঠিপেটা করে ফ্যাসিবাদী মানুষিকতার পরিচয় দিয়েছে। এ সময় তিনি সরকারকে সুন্দরবন সংলগ্ন রামপালে পরিবেশ বিরোধী বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। পরে বেলা সোয়া ১২টার দিকে রোডমার্চটি ঝিনাইদহের উদ্দেশ্য রওনা হয়। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান মুন্সি জাগো নিউজকে জানান, বি-শৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় পুলিশ তাদের মিছিল সমাবেশে বাধা দিয়েছে। আরাফাত হোসেন/এআরএ/পিআর
Advertisement