ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা সিরিজ প্রত্যাহার করায় বেশ বিপাকে পড়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। নানাভাবে তারা ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই) শান্ত করার চেষ্টা করলেও সেগুলো ব্যর্থতায় পর্যবশিত হয়েছে। কোনোভাবেই শান্ত হচ্ছে না ভারত। সবশেষ শনিবার বিসিসিআই ক্ষতিপূরণ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে ২৫০ কোটি রুপি (৪২ মিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দাবি করেছে।এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সব ধরণের দ্বিপাক্ষিক সিরিজ প্রত্যাহার করে নেয় ভারত। এ বিষয়ে শনিবার বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক সঞ্জয় পাটেল বলেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে ২৫০ কোটি রুপির ক্ষতিপূরণ চেয়ে চিঠি দিয়েছি। ১৫ দিনের মধ্যে তাদেরকে চিঠির জবাব দিতে বলেছি। জানতে চেয়েছি সিরিজ বাতিল করার কারণে বিসিসিআইয়ের বড় রকমের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেটা কিভাবে তারা পুষিয়ে দিবে। এখন দেখার বিষয় চিঠির জবাবে তারা কি বলে। ইতিমধ্যে আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সব ধরণের দ্বিপাক্ষিত সিরিজ বাতিল করেছি।’তিনি আরো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা সিরিজ বাতিল করায় আমরা বড় রকমের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এই সিরিজের ভেন্যুর জন্য আমাদের অনেক খরচ হয়েছে, আমরা মোটা অঙ্কের আয় হারিয়েছি, আমার সুনাম ক্ষুন্ন হয়েছে, বিজ্ঞাপন দাতাদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়েছে। দর্শকদেরকে আমরা বঞ্চিত করেছি। অনেক কমার্শিয়াল পার্টনার আমরা হারাতে বসেছি। সব মিলিয়ে এটা আমাদের কাছে বড় এক প্রকার বিপর্যয়ের মতো।’
Advertisement