উপহার সামগ্রী নিয়ে করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী মাহমুদুল হক সুমনকে দেখতে গেলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। রোববার বিকেল ৩টায় সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ার ভাড়া বাড়িতে আইসোলেশনে থাকা স্বাস্থ্যকর্মী সুমনকে দেখতে যান তিনি।
Advertisement
এ সময় নিরাপদ দূরত্বে অবস্থান করে জেলা প্রশাসক সুমনের সঙ্গে কথা বলেন ও তার শারীরিক অবস্থাসহ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।
জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, আমি তাকে জানিয়েছি গোটা সাতক্ষীরাবাসী তোমার সঙ্গে আছে। মনোবল দৃঢ় রাখ। অবশ্যই আমরা এই বিপর্যয় থেকে মুক্তি পাব।
জেলা প্রশাসকের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মী মাহমুদুল হক সুমনের ছেলেকে চকোলেট, বিস্কুট ও ফলসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী উপস্থিত ছিলেন।
Advertisement
আকরামুল ইসলাম/এফএ/এমএস