লাইফস্টাইল

রূপচর্চায় লেবুর কয়েকটি ব্যবহার

শুধু খাবার হিসেবেই নয়, লেবুর ব্যবহার রয়েছে রূপচর্চার ক্ষেত্রেও। শরীরের কালো দাগ দূর থেকে শুরু করে ব্রণ কমানো সবক্ষেত্রেই লেবুর ব্যবহার হয়ে থাকে। চলুন জেনে নিই, রূপচর্চায় লেবুর কয়েকটি ব্যবহার-লেবুতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের ভাঁজ ও দাগ দূর করে। এছাড়া এতে থাকা ভিটামিন-সি ব্রণ বা অ্যাকনে সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে।বয়সজনিত মুখের দাগ সারাতে লেবুর রস দ্রুত কাজ করে। এছাড়া, লেবুর রস ব্যবহারে মুখের ব্রণও দ্রুত কমে।লেবু হাতের কনুই, হাঁটু, পায়ের গোড়ালির ময়লা দূর করতে কার্যকরী। হাত ও পায়ের রুক্ষভাব দূর করতে লেবুর রসের সঙ্গে চালের গুড়ো মিশিয়ে হাত পায়ে লাগালে রুক্ষভাব দূর হবে।রোদে পোড়া ত্বক ঠিক করতে লেবু কার্যকরী ভূমিকা পালন করে। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল উপাদান দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে লেবুর রস উপকারি। সমপরিমাণ শসার রস ও লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে তুলার সাহায্যে মুখে লাগান। তৈলাক্তভাব দূর হবে।এইচএন/আরআইপি

Advertisement