দুই সপ্তাহের বেশি সময় লকডাউন থাকার পর রাজধানীর মগবাজারের বেসরকারি ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রম ফের চালু হয়েছে।
Advertisement
চিকিৎসক-নার্স-ওয়ার্ডবয়সহ ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে গত ১৪ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর হাসপাতালটি লকডাউন ঘোষণা করে।
হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা সোহরাব আকন্দ জাগো নিউজের সঙ্গে আলাপকালে জানান, আক্রান্তদের সবার নমুনা পরীক্ষার রিপোর্ট পরবর্তীতে নেগেটিভ আসলে স্বাস্থ্য অধিদফতর গত ২৮ এপ্রিল লকডাউন তুলে নেয়। এরপর তারা আবারও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম শুরু করেন।
তিনি জানান, দেশে করোনা শনাক্তের পরও ইনসাফ বারাকাহ হাসপাতাল নিয়মিত জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা দিয়ে আসছিল। সরকার ঘোষিত ফ্লু-কর্নারও চালু করা হয়। সেসময় হাসপাতালে অনেক রোগী জ্বর-কাশি নিয়ে আসেন এবং চিকিৎসাপত্র নেন। এরই মধ্যে হাসপাতালের একজন নার্স জ্বরে আক্রান্ত হন এবং পরবর্তীতে কোভিড-১৯ পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট আসে। হাসপাতাল কর্তৃপক্ষ সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর কোভিড-১৯ পরীক্ষা করান। এতে মোট ২০ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে।
Advertisement
এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালটি ১৪ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআরের পরামর্শে আক্রান্তদের চিকিৎসা চলে। প্রথম রিপোর্ট পাওয়ার ১৪ দিন পর আবারও পরীক্ষা করা হলে সবার রেজাল্ট নেগেটিভ আসে। স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআরের নির্দেশনায় পুরো হাসপাতাল জীবাণুমুক্ত করে সব কার্যক্রম পূর্বের মতো চালু হয়েছে- জানান ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা।
এমইউ/এমএআর/এমএস