মেধাবী শিক্ষার্থীরাই ডিজিটাল বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারে। আর সে লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষার প্রসারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।তিনি বলেন, শিক্ষার জন্য বর্তমান সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরিসহ মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেছে। যাতে করে দেশের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্রের উন্নয়নে সহায়ক হিসেবে ভূমিকা রাখবে। শনিবার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের নবনির্মিত একাডেমিক কাম এগজামিনেশন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, জামালপুর আশেক মাহমুদ কলেজ নিয়ে বড় ধরনের পরিকল্পনা রয়েছে। কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের জন্য খুব দ্রুত ১০০ শয্যা বিশিষ্ট একটি হোস্টেল নির্মাণের কাজ শুরু করা হবে। এছাড়াও জামালপুরে ৫০০ একর জমির উপর ইকোনোমিক জোন স্থাপন করা হবে। যাতে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে। এছাড়া শহরের যানজট নিরসনে ব্রহ্মপুত্র নদের পাশ দিয়ে আলাদা বাইপাস সড়ক নির্মাণ করা হবে। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, ইঞ্জিনিয়ার মো. আলী ইমাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, উপাধ্যক্ষ হারুণ অর রশিদ প্রমুখ।শুভ্র মেহেদী/এআরএ/পিআর
Advertisement