খেলাধুলা

‘দশ বছরে সাড়ে তিনজন ক্রিকেটারকে হারিয়েছে পাকিস্তান’

বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করে, গত দশ বছর অন্তত সাড়ে তিনজন প্রতিভাবান ক্রিকেটারকে হারিয়েছে পাকিস্তান। তার মতে, শুধু যথাযথ পরিচর্যা ও যত্নের অভাবেই এসব ক্রিকেটার বেশিদিন খেলতে পারেনি জাতীয় দলের হয়ে।

Advertisement

পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে এক ইউটিউব অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন হার্শা। তিনি মনে করেন দুই পেসার মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ এবং দুই ব্যাটসম্যান উমর আকমল ও আহমেদ শেহজাদকে হারিয়েছে পাকিস্তান।

তবে শেহজাদের ক্ষেত্রে আবার খানিক দ্বিধান্বিত হার্শা। তাই তিনি ধরছেন শেহজাদের ক্যারিয়ারের পঞ্চাশ শতাংশ শেষ হয়েছে শুধু। এছাড়া বাকি তিনজনের ক্যারিয়ার প্রায় পুরোটাই অপচয় হয়েছে বলেই মূল্যায়ন হার্শার।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি মোহাম্মদ আসিফ। পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ করে আমির ফিরেছেন দলে। তবে এরই মধ্যে বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকে। এছাড়া ক্যারিয়ারের শুরুর বিধ্বংসী রুপটাও নেই তার।

Advertisement

অন্যদিকে, সম্প্রতি তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল। এ সাজা শেষ করে ফের জাতীয় দলের সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। এছাড়া আহমেদ শেহজাদের মতো প্রতিভাবান ব্যাটসম্যানও হেলায় হারিয়েছেন বড় তারকা হওয়ার সুযোগ।

এসব বিষয়ে দৃষ্টিপাত করে হার্শা বলেন, ‘গত ১০ বছরে সাড়ে তিনজনের বেশি প্রতিভাবান ক্রিকেটারকে হারিয়েছে পাকিস্তান। প্রথমে অবশ্যই মোহাম্মদ আসিফ, যাকে এখনও অনেক ব্যাটসম্যান সেরা হিসেবে মেনে থাকে। আমি এখনও বলবো যে মোহাম্মদ আমিরকেও হারিয়েছে পাকিস্তান। যদিও সে মাঝেমধ্যে দারুণ বোলিং করছে। তৃতীয় হবে উমর আকমল এবং বাকি অর্ধেক অবশ্যই আহমেদ শেহজাদ।’

এসময় পাকিস্তান সুপার লিগের ২০২০ সালের আসর পুরোটাই পাকিস্তানে হওয়ায়, এর প্রশংসাও করেছেন হার্শা। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি ভাবিনি পুরো পিএসএল পাকিস্তানে হবে। তবে এটা হয়েছে এবং সত্যিই অনেক বড় একটা বিষয়।’

এসএএস/জেআইএম

Advertisement