দেশজুড়ে

নীতিমালা উপেক্ষা করে ৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

নীতিমালা উপেক্ষা করে ৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

আগামী ১৬ নভেম্বর ২০১৫, খুলনা পল্লীবিদ্যুৎ সমিতি-১০ (কয়রা) এলাকার ত্রি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নীতিমালা উপেক্ষা করে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, বেদকাশী বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীরসহ ৩ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্র দাখিল করেছেন। অপর দুই প্রার্থীর মধ্যে জায়গীর মহল খান সাহেব কোমরউদ্দীন ডিগ্রি কলেজের কম্পিউটর শিক্ষক সাইফুল কবীর ও বর্তমান পরিচালক এস এম মঞ্জুরুল হক। আগামী ১৮ অক্টোবর মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রায় ৫ হাজার বিদ্যুৎ গ্রাহকের সরাসরি ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত হবে। এদিকে নির্বাচনকে ঘিরে ভোটার এবং এলাকাবাসীর মধ্যে প্রার্থীদের নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির  নির্বাচন বিধিতে উল্লেখ রয়েছে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত কোনো ব্যক্তি অথবা সরকারি, আধাসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরিরত আছেন এমন কেউ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। এই বিধানকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিএনপির উপজেলা কমিটির দপ্তর সম্পাদক ও সরকারি এমপিওভূক্ত শতভাগ বেতন ভাতাদিপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবীর এবং অপর প্রার্থী কম্পিউর শিক্ষক সাইফুল কবীর তিনিও সরকার কর্তৃক শতভাগ বেতন ভাতাদিপ্রাপ্ত এ দুই প্রার্থীকে নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।  এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে কয়রা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা ভাইচ-চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি জিএম মাওলা বকস ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদ জানান, বেদকাশী বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম হুমায়ুন কবীর উপজেলা বিএনপির কার্যকরী কমিটির দপ্তর সম্পাদক হিসেবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। অপর দিকে জায়গীর মহল খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুমল কৃষ্ণ মন্ডল জানান, সাইফুল কবীর আমার কলেজে কম্পিউটার শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং তিনি সরকারের কাছ থেকে এই পদের জন্য সরকারি বেতন ভাতাদি গ্রহণ করছেন।একই কথা জানান, ডিগ্রি কলেজটির গভর্নিং বোডির সদস্য বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মাদ সানা। এ দুইজনের প্রার্থীতা নিয়ে পল্লীবিদ্যুৎ সমিতির ভোটার ও সুধি সমাজের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।আলমগীর হান্নান/এমএএস/আরআইপি

Advertisement