রংপুর থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু সেতু মনিকে বগুড়ায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী দলের এক নারীসহ দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।শনিবার দুপুরে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বিরইল এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে পুলিশ ওই শিশুকে উদ্ধার করে।গ্রেফতারকৃতরা হলেন, রংপুরের পীরগাছা উপজেলার মাসুয়াপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে আলমাস হোসেন (৩৫) ও পাবনার আটঘরিয়া উপজেলার চন্ডিবাসা গ্রামের সোলায়মানের মেয়ে সাবিনা খাতুন (২৫)।সেতু মনির ভাই নূর মোহাম্মদ জানান, তারা রংপুরের পীরগাছা উপজেলার মল্লিকপাড়া গ্রামে বসবাস করেন। মঙ্গলবার দুপুরে আত্মীয়তার সূত্র ধরে আলমাস তার শিশুটিকে কৌশলে অপহরণ করে। পরদিন বুধবার এ ঘটনায় পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।এদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে আলমাসের ছোট ভাইয়ের স্মরণাপন্ন হয় সেতুর পরিবার। তার মাধ্যমে মোবাইল ফোনে আলমাসের সঙ্গে যোগাযোগ করা হয়। কৌশলে তাকে শেরপুর উপজেলার ওই হোটেলে ডেকে আনা হয়। পরে শেরপুর থানা পুলিশের সহযোগিতায় সেতুকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয় বলে জানান নূর মোহাম্মদ।শেরপুর থানা পুলিশের এসআই ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হবে।লিমন বাসার/এমএএস/আরআইপি
Advertisement