জাতীয়

কেরানীগঞ্জে আরও ২০ জনের করোনা শনাক্ত, মোট ১৯৩

আসাদুজ্জামান সুমন, ঢাকা দক্ষিণ

Advertisement

ঢাকার কেরানীগঞ্জে একদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মীসহ আরও ২০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়ালো।

শনিবার (২ মে) রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১৪ থেকে ৬০ বছর বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। শনিবার রাত ১০টা পর্যন্ত বিভিন্ন সময়ে আসা পরীক্ষার ফলাফলের মাধ্যমে একদিনে নতুন করে ওই ২০ রোগী শনাক্ত করা হয়। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মী রয়েছেন।

Advertisement

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. মোবারক জানান, নতুন আক্রান্তদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৩ জনে। এছাড়া এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সাতজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

কেরানীগঞ্জে প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে আক্রান্তের স্বজনদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

এমএসএইচ

Advertisement