যশোরের শার্শা সীমান্ত থেকে ৪৪৮ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
Advertisement
শনিবার বিকেলে শার্শার কায়বা সীমান্ত থেকে এ ফেনসিডিলের চালান উদ্ধার করা হয়। করোনাভাইরাসের মধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাচালানি অব্যাহত রাখায় জনমনে নানা প্রশ্ন উঠেছে।
খুলনা ২১ বিজিবির কায়বা ক্যাম্পের নায়েক সুবেদার নুরুজ্জামান খান বলেন, গোপন সংবাদে জানা যায় বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান ভারত থেকে এনে পাচার করা হবে। এমন খবরের ভিত্তিতে বাগআঁচড়া-কায়বা সড়কের চালতাবাড়িয়া বাজারের সামনে কামারবাড়ি মোড়ে অবস্থান নেয় বিজিবি। এ সময় সাদা রঙয়ের একটি প্রাইভেটকার ওই স্থানে এলে বিজিবি কারটির গতিরোধ করে। সঙ্গে সঙ্গে পাচারকারিরা প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়। পরে ওই প্রাইভেটকারের মধ্য থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জামাল হোসেন/এএম/এমকেএইচ
Advertisement