জাতীয়

ব্যতিক্রমধর্মী উদ্যোক্তা হতে চান রুমা

শিক্ষা জীবন শেষ করে ব্যতিক্রমধর্মী উদ্যোক্তা হতে চান হলিক্রস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা রুমা। উচ্চশিক্ষা শেষ করে তিনি এমন কিছু করতে চান যাতে বেকার জনগোষ্ঠীকে কর্মঠ করে তুলতে পারেন। শনিবার নটরডেম কলেজে অনুষ্ঠিত ‘প্রাণ ফ্রুটো ১ম বিজনেস ফেস্ট বাংলাদেশ ২০১৫’ এ অংশ নিয়ে এই প্রতিবেদককে তিনি তার স্বপ্নের কথা জানান। দুই দিন ব্যাপি শুরু হওয়া এই উৎসবটি বিকেলে শেষ হবে।প্রাণ ফ্রুটোর উদ্যোগে বাংলাদেশে এই প্রথম অনুষ্ঠিত এরকম বিজনেস উৎসবে অংশ নিতে পেরে অনেক খুশি জানিয়ে রুমা বলেন, টেকনলোজি ব্যবহার করে কিভাবে সফল উদ্যোক্তা হওয়া যায় এরকম একটি প্রেজেনটেশনে অংশ নিয়েছেন তিনি। তিনি জানান, এরকম একটি আয়োজনে অংশ নেয়ার কারণে তার জ্ঞানের পরিধি অনেক বাড়বে। এছাড়া বিজনেস সেক্টরে কয়েকজন সফল উদ্যোক্তার অভিজ্ঞতা শুনে তিনি অনেক বিস্মৃত হয়েছেন। এরকম অভিজ্ঞতা তার ভবিষ্যৎ জীবনে অনেক কাজে আসবে বলেও মনে করেন তিনি। রাজধানীর নটরডেম কলেজে "নটরডেম বিজনেস ক্লাব" আয়োজিত দুইদিন ব্যাপি এই উৎসবে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। প্রাণ ফ্রুটোর উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসবের মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল জাগো নিউজ২৪.কম। এমএম/এসকেডি/আরআইপি

Advertisement