খুলনায় দাকোপ উপজেলায় এবার দুই তরুণীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা দুইজনই নারায়ণগঞ্জফেরত পোশাককর্মী।
Advertisement
শনিবার (০২ মে) তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। শনিবার রাতে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুইজনের রিপোর্ট পজিটিভ আসে। তারা দুইজন দাকোপ উপজেলার খাটাইল গ্রামের বাসিন্দা। তাদের বয়স ২৪-২৫ বছরের মধ্যে। এ নিয়ে খুলনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ জনে।
এ বিষয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, দাকোপ উপজেলার খাটাইল গ্রামে দুইজন নারী করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা নারায়ণগঞ্জে গার্মেন্টসে কাজ করতেন। সম্প্রতি সেখান থেকে দাকোপের বাড়িতে আসেন তারা। বর্তমানে নিজেদের বাসাতেই আছেন তারা।
Advertisement
আলমগীর হান্নান/এএম/এমকেএইচ