করোনা দুর্যোগের দুঃসময়ে বরগুনা শহরের বিভিন্ন বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের কর্মহীন ১৮০ শিক্ষক পরিবারের পাশে দাঁড়ালেন বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এসএম মশিউর রহমান শিহাব।
Advertisement
শনিবার স্থানীয় এফএম স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসএম মশিউর রহমান শিহাবের পক্ষে বরগুনার তরুণ সমাজকর্মী ও এফএম স্কুলের পরিচালক আসাদুজ্জামান এসব উপহার সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল এবং এক কেজি লবণ উপহার হিসেবে বিতরণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলোর মূল আয়ের উৎস হচ্ছে ছাত্র-ছাত্রীদের বেতন। লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকায় আমার মতো অনেক শিক্ষক এখন উপার্জনহীন। এ অবস্থায় স্ত্রী-সন্তান নিয়ে দু’বেলা দু’মুঠো খাবার খেয়ে স্বাভাবিক জীবন ধারণ আমাদের অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে।
Advertisement
বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও এফএম স্কুলের প্রধান পরিচালক আব্দুল আলীম হিমু বলেন, বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলসমূহের অধিকাংশ পরিবার লোকলজ্জায় কারও কাছে মুখ ফুটে কিছু চাইতে পারেন না। অথচ খারাপ সময় পার করছেন তারা। কর্মহীন এসব শিক্ষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানালে জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মশিউর রহমান শিহাব দুঃসময়ে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এ বিষয়ে এসএম মশিউর রহমান শিহাব বলেন, অসহায় কর্মহীন পরিবারের জন্য আমার সাধ্যমতো আমি কাজ করে যাচ্ছি। এর পাশাপাশি আমার সাধ্যমতো নন-এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল ও মাদরাসার শিক্ষকদের মাঝেও এ কার্যক্রম অব্যাহত রাখতে চাই।
প্রসঙ্গত, করোনা মহামারিতে বরগুনায় লকডাউন ঘোষণার পর থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান শিহাব।
সাইফুল ইসলাম মিরাজ/এএম/এমকেএইচ
Advertisement