করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে ঘোষিত সাধারণ ছুটি। এরমধ্যে অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণ করতে রাজধানীজুড়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানকালে ১৫টি মামলায় ১০ জন দোকানদারসহ মোট ১১ জনের বিরুদ্ধে ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, মানুষ যাতে অহেতুক বাইরে না আসেন এজন্য শনিবার (২ মে) ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় লালবাগ বিভাগে আটজন দোকানদারকে ৪ হাজার ৬০০ টাকা, দুজন মোটরসাইকেল চালক ও দুজন প্রাইভেটকার চালককে ৮০০ টাকা এবং গুলশান বিভাগে দুজন দোকানদারকে ১০ হাজার টাকা ও একজন ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়।
মোট ১৫টি মামলায় ১০ জন দোকানদারসহ এক ব্যক্তি ও চারজন চালকের বিরুদ্ধে ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
জেইউ/এনএফ/জেআইএম