ক্যাম্পাস

কাল থেকে জগন্নাথ হলে দুর্গাপূজা শুরু

‘শারদীয় দুর্গোৎসব বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা উৎসব শুরু হচ্ছে রোববার থেকে। জগন্নাথ হল সর্বজনীন পূজা কমিটি এ দুর্গোৎসবের আয়োজনে করে।১৮ অক্টোবর রোববার থেকে শুরু হয়ে এ দুর্গোৎসব চলবে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ে পূজা অনুষ্ঠিত হবে।এবারও ভিন্ন আঙ্গিকে পূজার আয়োজন করেছে হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। রাত-দিন চলছে পূজামণ্ডপ ও প্যান্ডেল তৈরির কাজ। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানিয়েছে, ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করেছে তারা এবং এবারও প্রতিমা তৈরিতে ব্যতিক্রম কিছু থাকবে বলেও জানান তারা। এবারের দুর্গাপূজার কর্মসূচির মধ্যে রয়েছে- ১৮ অক্টোবর রোববার ও ১৯ অক্টোবর ২০১৫ সোমবার (৩ ও ৪ কার্তিক) ষষ্ঠীপূজা অর্থাৎ দিবাবসানকালে দেবীর বজন এবং দিবাবসানকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস; ২০ অক্টোবর মঙ্গলবার (৫ কার্তিক) সপ্তমী পূজা উপযাপনে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন ও সপ্তমী বিহিত প্রশস্তা এবং সকাল ১০টায় অঞ্জলি প্রদান; ২১ অক্টোবর বুধবার (৬ কার্তিক) অষ্টমী পূজা উদযাপনে সকাল ৮টা ৪০ মিনিটের মধ্যে মহাষ্টমী পূজা বিহিত ও গতে সন্ধিপূজা আরম্ভ, সকাল ৯টা ২৮মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন ও সকাল ১০টায় অঞ্জলি প্রদান; ২২ অক্টোবর বৃহস্পতিবার (৭ কার্তিক) নবমী পূজা ও দশমী পূজা উদযাপনে সকাল ৭টা ৩৩ মিনিটের মধ্যে মহানবমী পূজা বিহিত, সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দশমী পূজা সমাপন ও দর্পণ বিসর্জন এবং সকাল ৯টায় অঞ্জলি প্রদান এবং সবশেষে সন্ধ্যায় শান্তিজল গ্রহণ।  জগন্নাথ হল সর্বজনীন পূজা উদযাপন কমিটি’র সভাপতি ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, কমিটির আহ্বায়ক ও হলের আবাসিক শিক্ষক ড. সুধাংশু শেখর রায় এবং সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তীসহ কয়েকজন শিক্ষক এ পূজার তত্ত্বাবধান করছেন। অন্যদিকে, পূজাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহ ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এমএইচ/এসকেডি/আরআইপি

Advertisement