গণমাধ্যম

এবার ইত্তেফাকের এক সাংবাদিক করোনায় আক্রান্ত

দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক ইত্তেফাকে এবার করোনা হানা দিয়েছে। সেখানকার এক সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ (শনিবার) তার শরীরে করোনা ধরে পড়ে। এ নিয়ে ঢাকা ও ঢাকার বাইরে ৪৫ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হলেন।

Advertisement

করোনায় ইতোমধ্যে একজন সিনিয়র সাংবাদিক মারা গেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মারা যান দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন। এছাড়া সুস্থ হয়েছেন ১১ জন সাংবাদিক।

এদিকে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পত্রিকার প্রকাশনায় যেন কোনো বিঘ্ন না ঘটে সে জন্য দৈনিক সমকালের প্রধান কার্যালয়ে ৩০ জন কর্মী সার্বক্ষণিক অবস্থান করছেন। গত ২৪ এপ্রিল শুক্রবার থেকে তারা সেখানে অবস্থান করছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে প্রথম আলোর একজন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় এর অফিসটিও লকডাউন করে বিশেষ ব্যবস্থায় পত্রিকাটি প্রকাশিত হচ্ছে। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির একাধিক কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় চ্যালেনটি লকডাউন করে বিশেষ ব্যবস্থায় সম্প্রচার অব্যাহত রেখেছে।

Advertisement

করোনাভাইরাস থেকে সেরে ওঠা সাংবাদিকদের মধ্যে রয়েছেন- বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের ক্যামেরাপারসন, যমুনা টিভির রিপোর্টার, দীপ্ত টিভির একজন, এটিএন নিউজের রিপোর্টার, যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশের খবরের একজন, দৈনিক সংগ্রামের একজন, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, দৈনিক প্রথম আলোর একজন ও দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি।

এইচএস/বিএ/জেআইএম