আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত রাশিয়ার আরও দুই মন্ত্রী

রাশিয়ার প্রধানমন্ত্রীর পর এবার দেশটির আরও দু'জন মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির নির্মাণমন্ত্রী ও উপমন্ত্রীকে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

রাশিয়ার গণমাধ্যম বলছে, নির্মাণবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ ও মন্ত্রণালয়ের উপমন্ত্রী করোনা সংক্রমিত হয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন। পরে হাসপাতালে ভর্তি হন তিনি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে মস্কোর বাইরের একটি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ পরিচালনা করছেন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় চীন সীমান্তের এই দেশটিতে নতুন করে আরও ৯ হাজার ৬২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন; যাদের অধিকাংশই মস্কোর বাসিন্দা।

দেশটিতে প্রত্যেকদিন করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাশিয়ায় এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪ এবং মারা গেছেন ১ হাজার ২২২ জন। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ১৩ জন। সূত্র: বিবিসি।

এসআইএস/এমকেএইচ

Advertisement