শরীয়তপুরে আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টায় জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুর রশিদ।
Advertisement
তিনি বলেন, শনিবার আরও ছয়জনের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। ছয়জনই পুরুষ। এদের মধ্যে ১৩ থেকে ১৮ বছরের তিনজন এবং ২৫ থেকে ৩০ বছরের তিনজন। তাদের মধ্যে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে তিনজন, শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন দুজন ও নড়িয়া উপজেলার ভুমখাড়া ইউনিয়নে একজন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ জন। এছাড়া পুরোনো তিনজন রোগীর ফলোআপ ফলাফল পজিটিভ এসেছে।
ডা. মো. আবদুর রশিদ বলেন, জেলায় আক্রান্ত ৩৫ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বাকি ৩৩ জনের মধ্যে একজন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন। অন্য ৩২ জনের মধ্যে সংক্রমণ প্রতিরোধে দুজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ও বাকিদের নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত জেলায় ৭১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৫৩১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
তিনি বলেন, নতুন করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা কোথায় কোথায় গেছেন দ্রুত খোঁজখবর নেয়া হচ্ছে। তাদের থেকে আক্রান্ত হতে পারেন- এমন সম্ভাব্য ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। তাদের পরিবারসহ আশপাশের বেশ কয়েকটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্থানীয় প্রশাসন। আক্রান্ত পরিবারকে আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে।
Advertisement
গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত ৪৫ বছরের এক ব্যক্তি ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে মারা যান। জেলায় করোনায় আক্রান্ত ৩৫ জন।
মো. ছগির হোসেন/এএম/জেআইএম