দেশজুড়ে

একজন বেড়ে রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ১০৭

একজন বেড়ে রাজশাহী বিভাগে করোনা রোগী এখন ১০৭ জন। এই একজনের করোনা ধরা পড়েছে বগুড়ায়। শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর।

Advertisement

বগুড়ায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। এদের মধ্যে ৯ জন ভর্তি আছেন হাসপাতালে। বিভাগে সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ করোনা রোগী।

এর মধ্যে বগুড়ায় দুজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে ফেরার রোগী এ দুজনই।

এর বাইরে করোনা ধরা পড়েছে রাজশাহীতে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, জয়পুরহাটে ৩২ জন, নাটোরে ৯ জন, পাবনায় ১০ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন এবং সিরাজগঞ্জে ২ জনের। শুক্রবারও বিভাগে এ সাত জেলায় করোনা রোগীর সংখ্যা একই ছিলে।

Advertisement

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগজুড়ে আইসোলেশনে নেয়া হয় ১৯২ জনকে। এরমধ্যে আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩৩ জন।

এ সময় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ২২ হাজার ২২৫ জনকে। এর মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন ১৫ হাজার ১৬২ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ৩২০ জন। এদের মধ্যে ১৩০ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ করেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৩০৪ জনকে। তবে হোম কোয়েরেন্টাইন শেষ করেছেন ৪৬২ জন। এছাড়া আইসোলেশনে এসেছেন একজন রোগী।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, এখন করোনাভাইরাসের কমিউনিটি সংক্রমণ পর্যায় চলছে। এখন প্রত্যেককে সর্বোচ্চ সর্তক থাকতে হবে। পারতপক্ষে ঘরের বাইরে বের হওয়াযাবে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাইরে বেরুনোর সময় মাস্ক ব্যবহার করতে হবে।

Advertisement

ফেরদৌস/এমএএস/এমকেএইচ