দেশজুড়ে

শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন জনপ্রশাসন সচিব

করোনাভাইরাসের প্রভাবে সাতক্ষীরায় বেকার হয়ে পড়া সুন্দরবন টেক্সটাইল মিলের শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।

Advertisement

শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা সার্কিট হাউজ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ বিতরণ করেন তিনি।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সাতক্ষীরার স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার তত্ত্বাবধান ও পর্যবেক্ষকের দায়িত্বপালন করছেন। খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

এরপর জনপ্রশাসন সচিব ত্রাণ বিতরণ কার্যক্রম, করোনা পরিস্থিতি মোকাবিলাসহ সার্বিক বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

Advertisement

আকরামুল ইসলাম/এএম/জেআইএম