চট্টগ্রাম নগরের আগ্রাবাদ চৌমুহনীর কর্ণফুলী কাঁচাবাজারে অভিযান চালিয়ে একটি দোকানেও পণ্যের মূল্যতালিকা না পাওয়ায় দোকান মালিক সমিতিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত নগরের অন্যতম এ বৃহৎ কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘রমজানের শুরু থেকেই নগরের বাজারগুলোতে দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। আজ নগরের অন্যতম বৃহৎ কাঁচাবাজার আগ্রাবাদ চৌমুহনীর কর্ণফুলী কাঁচাবাজারে অভিযানের সময় একটি দোকানেও পণ্যের মূল্যতালিকা টাঙানো ছিল না। সে সুযোগে ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমতো দাম আদায় করছিলেন দোকানিরা।’
তিনি বলেন, ‘দোকান মালিক সমিতির নেতাদের ডেকে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তারা এর কোনো সদুত্তর দিতে পারেননি। বাজারের দোকানে পণ্যের মূল্যতালিকা টাঙাতে কার্যকর ব্যবস্থা না নেয়ায় সমিতিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে বাজারের সরকার অ্যান্ড সন্সকে ১০ হাজার এবং একজন কাঁচামরিচ বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।’
Advertisement
আবু আজাদ/বিএ/এমকেএইচ