প্রবাস

৪ সপ্তাহের ব্যবধানে নিউইয়র্কে করোনায় দুই ভাইয়ের মৃত্যু

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার সপ্তাহের ব্যবধানে আপন দুই ভাইর মৃত্যু হয়েছে। বড় ভাই দেশটির সানিসাইড মসজিদের মুয়াজ্জিন ফরিদ উদ্দিন ভূঁইয়া ১ মে স্থানীয় সময় দুপুর ১২টায় এলেমহাস্ট হাসপাতালে মারা যান। ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে হারুন-অর রশিদ নামে আরেক ভাই একই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Advertisement

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার স্ত্রী এবং ছোট ছেলে যুক্তরাষ্ট্রে এবং তিন ছেলে ও দুই মেয়ে বাংলাদেশে। তিনি ফরিদ উদ্দিন ভূঁইয়ার ছোট ভাই। করোনা মরণব্যাধিতে ২৬ দিনের মধ্যে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হলো।

কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল নিশ্চিত করে জানান, তারা আমার খালাতো ভাই। একটি পরিবারের জন্য এটি হৃদয়বিদারক এবং দুঃখজনক ঘটনা। এটা আসলে মেনে নেয়া কঠিন। দুটো মৃত্যু দুটো পরিবারের স্বপ্নকে তছনছ করে দিলো।

তিনি জানান, ফরিদ উদ্দিনকে মাত্র দুদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন আগে তিনি যখন অসুস্থ আমার সাথে তার কথা হয়। তাকে পরামর্শ দিই। এমনকি ডাক্তারের পরামর্শ অনুযায়ীই তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। আমাকে বলেছিলেন হাসপাতালে যাবেন না। নিয়তির কি নির্মম পরিহাস। তাকে শেষ পর্যন্ত হাসপাতালেই যেতে হলো।

Advertisement

তিনি আরও জানান, প্রথমে তার জ্বর ছিল। দ্বিতীয় দিন শ্বাসকষ্ট শুরু হয় এবং অজ্ঞান হয়ে পড়ে যান। সাথে সাথেই ৯১১ কল করা হয়। অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে প্রথমে জানানো হয়েছিল তার অবস্থা উন্নতির দিকে এবং তাকে বাসায় পাঠিয়ে দেয়ার কথাও বলেছিল। কিন্তু তার বাসায় ফেরা হলো না, ১ মে দুপুরে তিনি না ফেরার দেশে চলে যান।

এমআরএম/এমকেএইচ